মূল পাতা মুসলিম বিশ্ব এরদোগানের সঙ্গে বৈঠক করলেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট
মুসলিম বিশ্ব 25 May, 2025 10:06 AM
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সাথে বৈঠক করেছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আবু মুহাম্মাদ আল জুলানি।
শনিবার (২৪ মে) তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে বৈঠক করেন নেতৃদ্বয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সিরিয়ার ওপর থেকে কার্যকরভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ জারির পর জুলানি ও এরদোগানের এই বৈঠক অনুষ্ঠিত হলো।
তুরস্কের টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, তুরস্কের বৃহত্তম শহর বসফরাস প্রণালীর তীরে অবস্থিত ডলমাবাহচে প্রাসাদে গাড়ি থেকে বের হওয়ার সময় এরদোগান সিরিয়ার প্রেসিডেন্টের সাথে করমর্দন করছেন।
আনাদোলু সংবাদ সংস্থা জানিয়েছে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনায় অংশ নিয়েছেন। পাশাপাশি তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী এবং তুরস্কের এমআইটি গোয়েন্দা সংস্থার প্রধানও বৈঠকে উপস্থিত ছিলেন।